ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর প্রদেশের জৌনপুরে রেল দুর্ঘটনা: নিহত ৫, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, মে ৩১, ২০১২
উত্তর প্রদেশের জৌনপুরে রেল দুর্ঘটনা: নিহত ৫, আহত ৫০

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে দেরাদুনগামী যাত্রীবাহী ডুন এক্সপ্রেস ট্রেনটির পাঁচটি বগি বৃহস্পতিবার দুপুরে উত্তর প্রদেশের জৌনপুরের সন্নিকটে লাইনচ্যুত হয় ।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫জন নিহত ও ৫০জন আহত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।

স্থানীয় সময় দুপুর সোয়া একটায় জৌনপুর শহরের ৩৫ কিলোমিটার দূরের কোরিদিয়া গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। জৌনপুর স্টেশন ত্যাগ করার ১২ মিনিট পরই ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে বলে নিশ্চিত করেছে তারা।

এর আগে জানা যায় স্থানীয় সময় বুধবার রাত আটটায় পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেনটির শীতাতপবিহীন পাচঁটি বগি সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়েছে। তবে রেলওয়ের একটি অসমর্থিত সূত্রে আরো তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যায়, যার মধ্যে দুটি বগি শীতাতপ নিয়ন্ত্রিত। ভারতের রেলওয়ে মন্ত্রী মুকুল রায় কলকাতা থেকে বর্তমানে দুর্ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জানা গেছে।
 
গত দশদিনে ভারতে এটি হল দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা। এর আগে গত ২২ মে ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুরে হাম্পি এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলিত হলে এর ২৫ আরোহী মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।