ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিআইএ নয় জঙ্গি সংশ্লিষ্টতার জন্য ডা. শাকিলের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, মে ৩১, ২০১২
সিআইএ নয় জঙ্গি সংশ্লিষ্টতার জন্য ডা. শাকিলের কারাদণ্ড!

ঢাকা: ওসামা বিন লাদেনকে ধরতে সিআইএ’কে সহায়তা করা নয় বরং জঙ্গি সংশ্লিষ্টতার কারণে ডা. শাকিল আফ্রিদিকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। আদালতের রায়ের নথির উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্ত‍া বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।



গত সপ্তাহে খাইবার উপজাতীয় এলাকার ‌একটি আদালত ডা. শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়।

সেময় পাকিস্তানি কর্মকর্তারা আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমকে জানায়, বিদেশি গোয়েন্দা বাহিনীকে সহায়তা করে রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার ‍অভিযোগে ডা. শাকিলের এ দণ্ড।

কিন্তু গত বুধবার বিচারের রায়ের নথি গণমাধ্যমে প্রকাশ পেলে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে শাকিলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের কপিতে সিআইএ’র প্রতি কোনো ইঙ্গিতও করা হয়নি।

এখন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। ড. শাকিলের ব্যাপারে পাকিস্তান, না কি যুক্তরাষ্ট্রই বাড়িয়ে বলল- এ প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে।

তবে বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এ সঙ্কট মূহূর্তে পাকিস্তান সরকার হয়ত মার্কিন বিরোধী জনগণকে দেখাতে চাচ্ছে- মার্কিন গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা সরকার কোনোভাবেই সহ্য করবে না।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।