ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মে ৩১, ২০১২

ঢাকা: ইয়েমেনে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যকার লড়াইয়ে কমপক্ষে সাত জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী সানার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আল বাইদাহ প্রদেশের রাদ্দা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

  চলতি বছরের প্রথম দিকে জঙ্গিরা কয়েক দিনের জন্য শহরটির নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছিল।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিবাগত শেষ রাতের দিকে সংঘর্ষে চার জঙ্গি এবং তিন সেনা নিহত হয়েছে।  

আরব উপদ্বীপে ত‍ৎপর আল কায়েদার ইয়েমেন শাখার সঙ্গে ওই জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে রাদ্দা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েকদিন পরই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পরে ‍তারা নিয়ন্ত্রণ ছেড়ে দেয়।

আনসার আল শারিয়া নামের ওই সংগঠনটি এ সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার জার এলাকার পশ্চিমাংশে সরকারি বাহিনীর ওপর জঙ্গি হামলায় সাত সেনা এবং ২০ জঙ্গি নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।