ঢাকা: মিসরের উত্তর পূর্বাঞ্চলীয় ইসরায়েল সীমান্ত সংলগ্ন সিনাই উপদ্বীপ থেকে দুই মার্কিন পর্যটককে অপহরণ করা হয়েছে। মিসরীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ অপহরণের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ধারণা করা হচ্ছে স্থানীয় উপজাতীয় অপরাধীরা এ অপহরণের সঙ্গে জড়িত। ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ অপহরণ ঘটায়।
ইতিমধ্যেই স্থানীয় উপজাতিরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে ওই অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। ওই পর্যটকদ্বয়কে ইসরায়েলের সীমান্তবর্তী দাহাব এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় কতিপয় বন্দুকধারী।
গত বছর মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর থেকে সিনাইয়ের আইনশৃংখলা পরিস্থিতি অনেকটাই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
মোবারকের পতনের পর থেকে এ পর্যন্ত বেশ কিছু পর্যটক ও বিদেশী নাগরিক অপহরণের শিকার হয় ওই এলাকায়। অবশ্য অল্প সময় পরই তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়। সিনাই মিসরে পর্যটনের জন্য বিখ্যাত। এখানেই মিসরের বেশ কিছু বিখ্যাত অবকাশযাপন কেন্দ্র অবস্থিত। তবে অব্যাহত এ সব অপহরণের ঘটনা মিসরের মন্দায় আক্রান্ত পর্যটন শিল্পকে আরও সঙ্কটে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর