ঢাকা: বৃহস্পতিবার ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ইরাকের রাজধানী বাগদাদ। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, একটি রেস্টুরেন্ট, পুলিসের টহল দল এবং দুই পুলিস সদস্যের বাড়ি লক্ষ করে চালানো ধারাবাহিক বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং অপর ৩৬ জন আহত হয়েছে ।
সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণটি সংঘটিত হয় বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত সুলা এলাকায়। এখানকার একটি জনবহুল রেস্টুরেন্টের পার্কিংয়ের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয় এবং অপর ২৫ জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন আত্মঘাতী হামলাকারী গাড়িটি চালাচ্ছিলো বলে সংবাদমাধ্যমকে জানান এক পুলিস কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে বাগদাদের সুন্নি অধ্যুষিত আমিরিয়াহ এলাকায় দুই পুলিস সদস্যের বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দুই জন নিহত এবং আরো বেশ কিছু লোক আহত হন। আহতদের মধ্যে তিন শিশুও আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্ফোরণে ওই দুই পুলিস কর্মকর্তা হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এছাড়াও বাগদাদে পুলিসের একটি টহলদলকে লক্ষ করে বিস্ফোরণ ঘটানো হলে এক পুলিস অফিসার নিহত এবং অপর তিনজন আহত হয়।
মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই ইরাকে সহিংসতা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছিলো। তবে সাম্প্রতিক সময়ে পুনরায়, বিশেষ করে ইরাকের রাজধানী বাগদাদে বেশ কিছু সহিংস ঘটনা সংঘটিত হয়। এক হিসাবে জানা গেছে গত এপ্রিলে সংঘটিত সহিংসতায় ইরাকে মোট ১২৬ ব্যক্তি নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: রাইসূল ইসলাম, নিউজরুম এডিটর