ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নিহত অপহৃত জার্মান প্রকৌশলী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, মে ৩১, ২০১২
নাইজেরিয়ায় নিহত অপহৃত জার্মান প্রকৌশলী

ঢাকা : নাইজেরিয়ায় অজ্ঞাত গোষ্ঠীর হাতে অপহৃত হওয়া জার্মান প্রকৌশলী বৃহস্পতিবার নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো থেকে এই জার্মান প্রকৌশলীকে গত জানুয়ারি মাসে অপহরণ করা হয়।



অপহরণকারীদের কবল থেকে তাকে উদ্ধারের সময় সংঘটিত লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন বলে জানিয়েছে নাইজেরিয়ার একটি সামরিক সূত্র। এর পাশাপাশি নাইজেরিয়ার পশ্চিমাঞ্চল থেকে এক ইতালিয়ান প্রকৌশলীকে অপহরণের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। ওই ইতালিয়ানকে সোমবার অপহরণ করা হয় বলে জানায় তারা।

বৃহস্পতিবারের ঘটনার বিস্তারিত কিছু এখনও জানায়নি কর্তৃপক্ষ। তবে কানোর পুলিস জানিয়েছে বৃহস্পতিবার দিনের শেষে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।

নাম না প্রকাশের শর্তে একটি সামরিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় বৃহস্পতিবার সকালে অপহৃত জার্মান প্রকৌশলী অপহরণকারীদের হাতে নিহত হয়। তাকে উদ্ধারের জন্য পরিচালিত অভিযানের সময় তিনি মারা যান বলে জানায় তারা।

এদিকে কানো শহরের পশ্চিমাংশের অধিবাসীরা জানান তারা বৃহস্পতিবার সকালে বন্দুকযুদ্ধের আওয়াজ শুনেছেন। তবে এখনও পরিষ্কার নয় কারা এ অপহরণের সঙ্গে যুক্ত। তবে গত মার্চে প্রকাশিত এক ভিডিও বার্তায় আল কায়েদা উত্তর আফ্রিকা ওই জার্মান নাগরিকের মুক্তির বিনিময়ে সন্ত্রাসের অভিযোগে কারাগারে আটক এক মহিলার মুক্তি দাবি করে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় কাওয়ারা প্রদেশ থেকে অপহৃৃত ব্যক্তি ইতালিয়ান প্রকৌশল প্রতিষ্ঠান বোরিনি প্রনোর হয়ে কাজ করতেন। এই প্রতিষ্ঠানটি মূলত ভবন ও রাস্তা নির্মাণের সঙ্গে জড়িত। এ অপহরণের সঙ্গে কারা জড়িত তাও এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইতালিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ অপহরণের ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং এ ব্যাপারে নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।