ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশ হেডকোয়ার্টারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ পুলিস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র জানান আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের তল্লাশি চৌকিতে আছড়ে পড়ে।
বৃহস্পতিবার কান্দাহারের আরগিস্তান জেলায় এ হামলা সংঘটিত হয় বলে জানান তিনি। এর পাশাপাশি আফগানিস্তানের পূর্বাঞ্চলেও দুটি পৃথক হামলায় কমপক্ষে চার পুলিশ নিহত হয়েছে বলে জানা গেছে।
কুন্দুজ প্রদেশের একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায় দাশতি আরচি জেলার পুলিশ প্রধান নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা এক সহকর্মীও এ সময় নিহত হন বলে জানা গেছে।
এছাড়া নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি পুলিশ তল্লাশি চৌকিতে গ্রেনেড নিক্ষেপের ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর