ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহত বিচারকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছিলো বলে জানিয়েছে পুলিশ।
কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত একটি মন্দির থেকে বেরিয়ে কর্মস্থলে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন রানা বাহাদুর বাম নামের ওই বিচারক। মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা খুব কাছ থেকে তার গাড়ি লক্ষ করে গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে বলে জানা যায়।
রানা বাহাদুর বামের বিরুদ্ধে নেপালের জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলছিলো। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থের বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দিতেন অথবা তাদের লঘু শাস্তি দিতেন। পুলিশ কর্মকর্তা রবীন্দ্র শাহ বলেন, মুখোশধারী দুই ব্যক্তি একটি কালো মোটরসাইকেলে করে এসে বিচারকের গাড়ি লক্ষ করে গুলি চালায়। এসময় গাড়িতে থাকা রানা বাহাদুর, তার দেহরক্ষী ও গাড়িতে থাকা তার এক বন্ধু গুলিবিদ্ধ হন। তবে গাড়ির চালক পালাতে সক্ষম হন।
শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় বিচারককে সঙ্গেই সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেওয়ার কিছুক্ষন পরই অতিরিক্ত রক্তক্ষরনের জন্য তিনি মারা যান বলে জানায় হাসপাতালের চিকিৎসক ভরত রাওয়াত। আহত অপর দুইজনের শরীরে অস্ত্রপচার করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার পরপরই পুলিস কাঠমান্ডুর বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর