ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হুলা হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীদের দায়ী করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জুন ১, ২০১২
হুলা হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীদের দায়ী করল সিরিয়া

ঢাকা: সিরিয়ার হুলা হত্যাকাণ্ডের ব্যাপারে সেখানকার বিদ্রোহীদের দোষারোপ করল সিরিয়া সরকার। অনুসন্ধান শেষে বিদ্রোহীদের বিরুদ্ধে এ অভিযোগ আনল সেখানকার সরকার।

একই সাথে হত্যাকাণ্ডের ঘটনায় কোন রকম সরকারি সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেন অনুসন্ধানকারি কর্মকর্তা।

হুলা হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানের জন্য গঠিত সিরিয়ার সরকারি অনুসন্ধান কমিশনের কর্মকর্তা জেনারেল কাশেম জামাল সুলাইমান বলেছেন, ‘সশস্ত্র বিদ্রোহীরা একযোগে পাঁচটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে সরকারের সংশ্লিষ্টতা প্রমাণ করতে এবং সিরিয়ার অন্তকোন্দল উস্কে দিতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ’

ঘটনার আগে-পরে এমনকি ঘটনার সময়ও সেখানে সরকারি বাহিনী উপস্থিত ছিল না বলে সুলাইমান দাবি করেন। তার মতে, সিরিয়ায় বিদেশী সৈন্যের অনুপ্রবেশ ঘটাতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনায় নিহতদের স্বজনরাও হত্যাকাণ্ডে সরকারের সংশ্লিষ্টতার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে বলে জানালেন সুলাইমান।

এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস সিরিয়া সরকারের এ বক্তব্যকে নির্জলা মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সিরিয়া সরকারের কাছে তাদের বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ নেই। এমনকি সিরিয়ায় নিযু্ক্ত জাতিসংঘ পর্যবেক্ষকরাও হুলা হত্যাকাণ্ডে বিদ্রোহীদের সংশ্লিষ্টতার কোন প্রমাণ হাজির করতে পারেনি। ’

প্রসঙ্গত, সংশ্লিষ্ট ঘটনাস্থলে সিরিয় সেনাদের উপস্থিতির কথাই উল্লেখ করেছেন জাতিসংঘ পর্যবেক্ষরা।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীও এ হত্যাকাণ্ডের জন্য সরকারি বাহিনী অথবা সশস্ত্র সরকার সমর্থকরাই দায়ী বলে দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।