ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমার সংস্কারে এখনই আশার বাণী শোনাতে রাজি নন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, জুন ১, ২০১২
মিয়ানমার সংস্কারে এখনই আশার বাণী শোনাতে রাজি নন সু চি

ঢাকা: দীর্ঘকাল সেনা শাসনের পর এখনই মিয়ানামারের আমূল সংস্কারের ব্যাপারে খুব বেশি আশান্বিত হওয়ার কিছু নেই, এমন সতর্ক বার্তা শোনালেন সেখানকার গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রদত্ত ভাষণে সু চি এসব কথা বলেন।

তার মতে, মিয়ানমারে ইতিবাচক পরিবর্তন এখনও শুরুই হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন সু চি। কিন্তু তা সত্ত্বেও মিয়ানমারের পার্লামেন্ট এখনও গণতন্ত্র থেকে বহু দূরে অবস্থান করছে বলে মতামত প্রকাশ করেছেন সু চি।
বক্তব্য দানকালে সু চি মিয়ানমারের তরুণ প্রজন্মের জন্য চাকরি এবং মৌলিক দক্ষতা সংশ্লিষ্ট প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় বিনিয়োগে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কি করতে হবে সেটা বলতে আমি এখানে আসিনি। বরং আমাদের কি প্রয়োজন সেটা জানাতে এসেছি। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। ’

মিয়ানমার যেহেতু সদ্য গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে, সেহেতু এখানে বিনিয়োগ যেন কোনভাবেই দুর্নীতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য বিনিয়োগে আগ্রহীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সু চি। একই সাথে এই বিনিয়োগ যেন জনগণ বান্ধব হয় সেটাও গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার বলে তিনি উল্লেখ করেন।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী ২০ বছরেরও বেশি সময় পরে দেশের বাইরে কোন গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। এই ভাষণে সু চি আরও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পৃথিবীর অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘন্টা, জুন ০১, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।