ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আততায়ীর গুলিতে বিহারের মৌলবাদী জঙ্গি নেতা ব্রাহ্মেশ্বরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ১, ২০১২
আততায়ীর গুলিতে বিহারের মৌলবাদী জঙ্গি নেতা ব্রাহ্মেশ্বরের মৃত্যু

ঢাকা: ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্যে তৎপর নিষিদ্ধ ঘোষিত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী ‘রণবীর সেনা’র প্রধান ব্রাহ্মেশ্বর মুখিয়া শুক্রবার সকালে নিহত হয়েছেন। রাজ্যের ভোজপুর জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।



ঘটনার পর বিহারের ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জঙ্গিগোষ্ঠী রণবীর সেনার ক্ষুব্ধ সমর্থকরা এ সময় বেশ কিছু বাস ও অফিস ভবনে আগুন ধরিয়ে দেয়। সংবাদমাধ্যম জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় আরাহ শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে বিহার রাজ্যের ভোজপুর জেলায় ২১ জন নিম্নবর্ণের দলিত হিন্দুকে হত্যার দায়ে ২০০২ সালে বিহারের রাজধানী পাটনাকে থেকে ব্রাহ্মেশ্বরকে গ্রেফতার করা হয়। নয় বছর কারাগারে থাকার পর আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাড়া পান ব্রাহ্মেশ্বর। তারপর থেকে তিনি ভোজপুরে অবস্থিত তার নিজ গ্রামে বসবাস করে আসছিলেন তিনি।

উচ্চবর্ণ হিন্দুদের সমর্থনে ১৯৯২ সালে রণবীর সেনা নামের এই সশস্ত্র দলটি প্রতিষ্ঠা করেন ব্রাহ্মেশ্বর মুখিয়া। ৯০’র দশকে বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই জঙ্গি সংগঠনটি। ব্রাহ্মেশ্বরের নেতৃত্বে এসময় তারা নারী ও শিশুসহ প্রায় ২০০ জন দলিত হিন্দুকে হত্যা করে। কৃষকদের অধিকার রক্ষার অজুহাতে সংগঠনটি গঠিত হলেও সাধারণত ভূমিহীন কৃষক ও মজুররাই এদের হত্যাকান্ডের শিকার হয়।

যদিও নক্সালদের হাতে জমিদার ও অন্যান্য উচ্চবর্ণের হিন্দুদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি করে তারা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।