ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কসভোতে সার্ব-ন্যাটো সেনা সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুন ১, ২০১২
কসভোতে সার্ব-ন্যাটো সেনা সংঘর্ষ

ঢাকা: কসভোর উত্তরাঞ্চলে সার্বদের সঙ্গে ন্যাটো সেনাদের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন কসভো সার্ব এবং এক ন্যাটো সেনা আহত হয়েছে।



বার্তাসংস্থা রয়টার জানিয়েছে, শুক্রবার কয়েকশ’ সার্ব একটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার সময় ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী বাধা দেয়। এসময় উভয়পক্ষে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা হালকা বন্দুক নিয়ে গোলাগুলি শুরু করলে ন্যাটো সেনারা কাঁদানে গ্যাস ও হালকা আগ্নেয়ান্ত্র ব্যবহার করে জবাব দেয়।

কসভোতে নিয়োজিত ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী কেএফওআর মোতায়েনের বিরোধিতা করেই সার্বরা এ বিক্ষোভ করে। সার্ব সংখ্যাগরিষ্ঠ উত্তর কসভোর জেভেকান শহরে বিক্ষোভের আয়োজন করে তারা। রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি করায় ন্যাটো সেনারা তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

কসভোতে কেএফওআর বাহিনী সংঘর্ষ ও আহতের খবর নিশ্চিত করেছে। স্থানীয় ন্যাটো মুখপাত্র উয়ে নোয়িৎস্কি দাবি করেছেন, আত্মরক্ষার খাতিরেই সেনারা গুলি চালাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, কসভোতে ৯০ শতাংশ অধিবাসী আলবানীয় নৃগোষ্ঠীর মানুষ। ২০০৮ সালে তারা সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু সার্বিয়া সীমান্তের কাছে ছোট একটি এলাকা এখনো সার্বিয়ার অংশ হিসেবে শাসিত হচ্ছে। সার্বিয়া সরকারের বাধার মুখে কসভো সরকার সেখানে প্রশাসন প্রতিষ্ঠা করতে পারছে না।

এদিকে পশ্চিমাপন্থি সার্বিয়া কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় উত্তেজনার জন্য কসভোর উত্তরাঞ্চলের সার্ব জাতীয়তাবাদীদের দায়ী করেছে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে ২২টি স্বাধীন কসভোকে স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।