ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা-ইসরায়েল সীমান্তে গুলিবিনিময়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ১, ২০১২
গাজা-ইসরায়েল সীমান্তে গুলিবিনিময়ে নিহত ২

ঢাকা: ফিলিস্তিনের গাজা-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলিবিনিময়ে ইসরায়েলি সেনাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ফিলিস্তিনি যোদ্ধা বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সশস্ত্র ফিলিস্তিনিরা সীমান্তের বেড়া কেটে ইসরায়েলে প্রবেশ করে তাদের বাহিনী লক্ষ্য করে গুলি চালায়। জবাবে তারাও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে গুলিবিনিময়ের পরপরই পৃথকভাবে গাজায় এক মটরসাইকেল আরোহীকে লক্ষ করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই মটর সাইকেল আরোহী একজন ফিলিস্তিনি যোদ্ধা বলে দাবি করেছে ইসরায়েল। বিমান হামলার ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বেশ কয়েক মাসের স্থিতিশীলতার পর গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটলো। শুক্রবার দিনের প্রথমভাগের এই গুলিবিনিময় সীমান্তের কিসাফিম ক্রসিংয়ের নিকট সংঘটিত হয় বলে দাবি করেছে ইসরায়েলি প্রচারমাধ্যম।

এদিকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দক্ষিণ ইসরায়েলের কয়েকজন বাসিন্দা জানিয়েছে তারা শুক্রবার খুব সকালের দিকে গুলির শব্দ শুনেছে। এসময় বেশ কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টারকেও মাথার ওপর চক্কর দিতে দেখেন তারা। পাশাপাশি ইসরায়েলি ট্যাংক থেকে গাজার উদ্দেশ্যে গোলা বর্ষণও প্রত্যক্ষ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।