ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

খুন অতঃপর মগজ ও হৃৎপিণ্ড ভক্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জুন ১, ২০১২
খুন অতঃপর মগজ ও হৃৎপিণ্ড ভক্ষণ!

ঢাকা: সহপাঠীকে খুন করে সম্পূর্ণ হৃৎপিণ্ড ও মগজের একাংশ খেয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের এক কলেজ শিক্ষার্থী। আলেকজান্ডার কিনুয়া (২১) নামের ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার পুলিশের কাছে এসব কথা স্বীকার করেছে।



হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। তবে সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া আরো দু’টি ঘটনার মতো এটিকেও ক্যানিবালিজম বা নরখাদকীয় কর্মকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

হত্যাকারী কিনুয়া যুক্তরাষ্ট্রের মরগ্যান স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঘটনার শিকার শিক্ষার্থীর নাম কুজো বোনসাফো আগেয়ি কোদি।

ম্যারিল্যান্ডের বাল্টিমোরে কিনুয়ার বাড়িতে তার ভাই নিহতের কাটা মাথা ও হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গত মঙ্গলবার কিনুয়াকে আটক করে।

গত সপ্তাহে উত্তর আমেরিকায় ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে এটি নৃশংসতম বলে উল্লেখ করেছে পুলিশ।

ক’দিন আগে কানাডায় এক পর্ণ তারকা বয়ফ্রেন্ডকে হত্যা করে দেহ টুকরো করে এবং খুনের দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গত শনিবার এক তরুণ উদ্বাস্তু এক ব্যক্তির মুখ কামড়ে মাংস তুলে ফেললে ঘটনাস্থলে তাকে গুলি করে হত্যা করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৮১২, জুন ০১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।