ঢাকা: রাশিয়ার জ্বালানি খাতে কার্য্যক্রম পরিচালনা করা একটি যৌথ উদ্যোগী প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। শুক্রবার এ ব্যাপারে বিপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।
বিপি ইতিমধ্যেই জ্বালানি প্রতিষ্ঠান টিএনকে-বিপির অন্য শেয়ার হোল্ডার আলফা অ্যাক্সেস রেনোভাকে এ অভিপ্রায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বলে জানা গেছে।
তবে বিপির এ উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। শেয়ার ছেড়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেও তারা সর্তক করে দিয়ে বলেছে শেষ পর্যন্ত শেয়ার বিক্রি হবে তার কোনো চূড়ান্ত নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে বিশিষ্ট বাণিজ্য বিশ্লেষক ও বিবিসির বাণিজ্য বিভাগের সম্পাদক রবার্ট পেস্টন বলেন,‘আমি বুঝতে পারছি এই উদ্যোগের মানে হচ্ছে রাশিয়ার একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠান বিপির শেয়ার কিনে নিতে আগ্রহী। তারা ইতিমধ্যেই টিএনকে-বিপিতে থাকা বিপির শেয়ারের বিপরীতে নগদ অর্থের প্রস্তাব দিয়ে রেখেছে।
তবে এর পাশাপাশি টিএনকে-বিপির শেয়ারের অপর অংশের মালিকদের পক্ষে রুশ বিলিওনার মিখাইল ফ্রিডম্যানও জানিয়েছেন তারা ব্রিটিশ কোম্পানির শেয়ার কিনে নিতে আগ্রহী।
ফ্রিডম্যান এতদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করতেন। তবে প্রায় এক সপ্তাহ আগে ফ্রিডম্যান ঘোষণা দেন ব্যক্তিগত কারণে তিনি টিএনকে-বিপির প্রধান নির্বাহীর পদ থেকে আগামী একমাসের মধ্যে সরে যেতে পারেন।
রাশিয়ায় নিবন্ধিত টিএনকে-বিপি মূলত ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান বিপি ও রাশিয়ার আলফা অ্যাক্সেস রেনোভার(এএআর) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি জ্বালানি কোম্পানি। কয়েকজন রাশিয়ান ধনকুবেরের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আলফা অ্যাক্সেস রেনোভা। এই উদ্যোক্তাদের মধ্যে অন্যতম মিখাইল ফ্রিডম্যান।
টিএনকে-বিপির অংশীদার দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক শীতল হয় যখন এএআর’র চরম প্রতিদ্বন্দ্বী অপর একটি রাশিয়ার প্রতিষ্ঠান রসনেফটের সঙ্গে আর একটি যৌথ উদ্যোগের ব্যবসা শুরু করতে যায় বিপি। তবে এএআরের আইনী চ্যালেঞ্জের কারণে সে সময় বিপির ওই উদ্যোগ ভেস্তে যায়।
গত বৃহস্পতিবার ফ্রিডম্যান হুঁশিয়ারি দেন দুইপক্ষের মধ্যে যে কোনো এক পক্ষকে টিএনকে-বিপির নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে না হলে প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে যাবে। টিএনকে-বিপি রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিপি রাশিয়ায় তাদের তেলগ্যাস সংক্রান্ত সব স্বার্থ এএআরের সঙ্গে অঙ্গীভূত করে এ প্রতিষ্ঠানের জন্ম দেয়।
যৌথ উদ্যোগের এই প্রতিষ্ঠানটি রাশিয়ার পাশাপাশি ইউক্রেন, ব্রাজিল, ভেনিজুয়েলা এবং ভিয়েতনামেও তাদের কার্য্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর