ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ১, ২০১২
আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটি লক্ষ করে আত্মঘাতী হামলা পরিচালনা করেছে তালেবান যোদ্ধারা। শুক্রবার পাকিস্তান সীমান্তের নিকটবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে সংঘটিত এই হামলায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।



আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স( আইসাফ) দাবি করেছে তাদের কোনো সেনা এই হামলায় হতাহত হয়নি। এদিকে হামলার পরপরই এর দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।

তবে হামলার সঠিক বিবরণ এবং হতাহতের প্রকৃত ঘটনা এখনও অন্ধকারাচ্ছন্ন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। একজন আফগান নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা এএফপি জানায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে যুক্তরাষ্ট্রের পরিচালিত সালেরনো সামরিক ঘাঁটির ভেতর ঢুকে পড়ে।

প্রাথমিকভাবে সংঘাতে সাত আফগান নিহত ও অপর তেরো জন আহত হয়েছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ। এক আফগান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন হতাহতরা সবাই সাধারণ আফগান শ্রমিক যার ওই ঘাঁটির ভেতর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলো।

তবে খোস্ত প্রদেশের পুলিস প্রধান মোহাম্মদ জাজাই বলেন ঘাঁটিতে হামলা পরিচালনাকারীদের মধ্যে মাত্র তিন জন মারা গেছেন। এছাড়া হামলার সময় পার্শ্ববর্তী একটি বেসামরিক বাড়ির ওপর একটি গোলা বিস্ফোরিত হলে চার বেসামরিক নাগরিক আহত হন। তিন হামলাকারীর লাশ সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে ন্যাটো দাবি করেছে ১৪ হামলাকারী নিহত হয়েছে। পরবর্তীতে তারা জানায় হামলার ঘটনায় মাত্র একজন বেসামরিক আফগান নিহত হয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকা থেকে ব্যাপক গুলি ও বিস্ফোরণের শব্দ অনেক্ষন ধরে শোনা গেছে।

এদিকে তালেবানদের মুখপাত্র বলেন শুক্রবারের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী দখলদার সেনা নিহত হয়েছে। তবে এই বক্তব্যেরও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তালেবান মুখপাত্র মোল্লা জাবিউল্লাহ সংবাদসংস্থা এএফপিকে জানান, হামলাকারী চার মুজাহিদের মধ্যে একজন একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে খোস্ত শহরে অবস্থিত ন্যাটো ঘাঁটিতে ঢুকে পড়ে এবং ঘাটির ভেতর থাকা রেস্টুরেন্টের নিকটে গিয়ে ট্রাকটিতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

এই খোস্তেই অবস্থিত অপর মার্কিন ঘাঁটি চ্যাপম্যানে ২০০৯ সালে এক আল কায়েদা আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার সময় কমপক্ষে সাত সিআইএ এজেন্টকে হত্যা করেন। ১৯৮৩ সালের পর মার্কিন গোয়েন্দা সংস্থার ইতিহাসে এটিই ছিলো সবচেয়ে মারাত্মক ক্ষয়ক্ষতির ঘটনা।

খোস্ত আফগানিস্তানে অন্যতম সংঘাতসঙ্কুল অঞ্চল যেখানে বেপরোয়া তালেবান যোদ্ধারা প্রতিনিয়তই আফগান সরকারি বাহিনী কিংবা তাদের সহায়তাকারী আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ০১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।