ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিম জং উনের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
কিম জং উনের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তারা প্রতিরক্ষা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম ও শোইগু আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে ‘পারস্পরিক উদ্বেগ’ নিয়েও আলোচনা করেছেন।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শোইগু কিমকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা একটি চিঠি দিয়েছেন।

কিম শোইগুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান।

পরে রুশ মন্ত্রী উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন ন্যামের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।