ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, জুন ২, ২০১২
হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিশরের বিশেষ আদালত। দশ মাসের শুনানি শেষে শনিবার এ রায় ঘোষণা করলেন আদালত।



ক্ষমতাচ্যুত সাবেক এই স্বৈরশাসকের বিরুদ্ধে ২০১১ সালের প্রথমার্ধে সংঘটিত অভ্যুত্থানের সময় ৯ শ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দিল বিশেষ আদালত।

এদিন একই আদালত একই অভিযোগে মোবারকের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পুলিশের সাবেক ছয় কমান্ডারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

হোসনি মোবারক হচ্ছেন প্রথম আরব নেতা যার বিরুদ্ধে স্বদেশেই মামলা পরিচালনা ও রায় প্রদান করা হল।

প্রসঙ্গত, ২০১১ সালের এই অভ্যুত্থানেই হোসনি মোবারককে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করে অভ্যুত্থানকারীরা এবং নির্বাচনী গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে মিশর।

বিক্ষোভকারীদের হত্যা করা ছাড়াও হোসনি মোবারক ও তার দুই ছেলে আলা ও গামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেককে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে।

মিশরের রাজধানী কায়রোর শহরতলিতে অবস্থিত পুলিশ একাডেমিতে এই বিচার কাজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের ৫ হাজার কর্মকর্তা এবং ২ হাজার সেনা নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়।

তাছাড়া মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এই আদালতের বিচার কাজ ও রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।