ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগনার নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ওয়াগনার নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে: ব্লিঙ্কেন

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিবিসিকে তিনি এ কথা বলেন।

 

দুই সপ্তাহেরও বেশি সময় আগে রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি জান্তা দ্বারা শাসিত হচ্ছে।

এই পরিস্থিতিতে এমনটি শোনা যাচ্ছে যে, অভ্যুত্থান ঘটানো নেতারা ওয়াগনারের সহযোগিতা চেয়েছেন। প্রতিবেশী দেশ মালিতে ওয়াগনারের উপস্থিতি রয়েছে।

ব্লিঙ্কেন মনে করেন না যে, রাশিয়া বা ওয়াগনার নাইজারের অভ্যুত্থানে প্ররোচনা দিয়েছে। তবে সাহেল অঞ্চলের কিছু অংশে গোষ্ঠীর আত্মপ্রকাশ নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা চিন্তিত। বিবিসির ফোকাস অন আফ্রিকা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নাইজারে যা ঘটতে যাচ্ছে এবং যা ঘটেছে, আমার ধারণা তা রাশিয়া বা ওয়াগনারের প্ররোচনায় ঘটেনি। তবে তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

ব্লিঙ্কেন বলেন, যেখানেই ওয়াগনার গোষ্ঠী গিয়েছে, মৃত্যু, ধ্বংস ও শোষণ ডেকে এনেছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।