ভারতের সিকিমে ভারী বর্ষণে সৃষ্টি হওয়া বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। আর নিখোঁজ রয়েছে ৯৮ জন।
দ্য টাইমস অব ইন্ডিয়া রাজ্যের মুখ্য সচিব ভিবি পাঠকের বরাতে জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও সেনাবাহিনী সিকিমের তিস্তা অববাহিকা ও নিম্নাঞ্চলের পশ্চিমবঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও নিখোঁজ রয়েছে ৯৮ জন, যাদের মধ্যে ২২ সেনাও রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে রয়েছেন চার সেনা।
বর্তমানে সিকিমের বিভিন্ন হাসপাতালে আহত ২৬ ব্যক্তি প্রাণে লড়ে যাচ্ছেন।
সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসএসডিএমএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ পর্যন্ত মোট দুই হাজার ১১ জনকে উদ্ধার করা হয়েছে, যেখানে বন্যায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ৩৪ জন।
ভিবি পাঠক বলেছেন, উত্তর সিকিমের লাচেন, লাচুঙ ও আশেপাশের এলাকায় পর্যটকরা নিরাপদে আছেন বলে তাকে জানিয়েছে সেনাবাহিনীর ২৭ মাউন্টেন ডিভিশনের কর্মকর্তারা।
অতিভারী বৃষ্টিতে বুধবার (০৪ অক্টোবর) সিকিমে তিস্তাপাড় ছাপিয়ে যায়। পানির চাপ নিতে না পেরে উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং জলবিদ্যুৎ বাঁধ ভেঙ্গে হঠাৎ বন্যা ভয়াবহ রূপ নেয়। যার প্রভাব নিম্নাঞ্চলের জলপাইগুড়ি ও বাংলাদেশের উত্তরবঙ্গেও পড়ে।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
ইইউডি/এসআইএ