ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় স্থল হামলা শুরু করতে প্রস্তুত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
গাজায় স্থল হামলা শুরু করতে প্রস্তুত ইসরায়েল

হামাসের নজিরবিহীন আক্রমণের জবাবে এবার গাজায় স্থল হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজার সীমান্তের কাছে প্রায় তিন লাখ সেনা জড়ো করেছে তারা।

এক ভিডিওত বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস বলেছেন, আমরা গাজা উপত্যকার কাছে আমাদের কামান বাহিনী, সাঁজোয়া সেনা, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভের সেনা পাঠিয়েছি। এই যুদ্ধের পর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো সামরিক সক্ষমতা হামাসের থাকবে না তা আমরা নিশ্চিত করবো।
 
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, হামাস একটা পরিবর্তন চেয়েছিল, সেটি তারা পাবে। গাজায় যা ছিল তা আর থাকবে না। আমরা আক্রমণ শুরু করেছি আকাশপথে, পরে স্থলপথেও আসবো আমরা। দ্বিতীয় দিন থেকেই আমরা এলাকাটি নিয়ন্ত্রণ করছি আর আমরা আক্রমণে আছি, এখন শুধু এর তীব্রতা বাড়বে।

এর আগে ইওয়াভ গ্যালান্ত গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। গাজায় বাইরে থেকে কোনো খাবার, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।   

জাতিসংঘ বলছে, গাজা থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি নাগরিক ঘরছাড়া হয়েছেন। অনেকে স্কুলগুলোতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।

টানা ৩৮ বছর গাজা দখল করে রাখার পর ২০০৫ সালে সেখান থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ভূখণ্ডটি অবরুদ্ধ করে রেখেছে তারা।


বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।