ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২১ অক্টোবর পাকিস্তানের ফ্লাইট ধরবেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
২১ অক্টোবর পাকিস্তানের ফ্লাইট ধরবেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর দুবাই থেকে পাকিস্তানের ফ্লাইট ধরবেন। চার বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসন শেষে তিনি দেশে ফিরছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। খবর এনডিটিভি।

উম্মেদ-ই-পাকিস্তান নামে একটি ফ্লাইট নওয়াজকে বহন করবে। এটি প্রায় দেড়শ যাত্রী বহন করতে পারে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ফ্লাইট বুক হয়ে গেছে এবং সব ব্যবস্থা করা হয়েছে।  

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বয়স এখন ৭৩ বছর। সম্ভবত আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তিনি নিজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্ব দেবেন।

নওয়াজ শরিফ, দলের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে আগামী ২১ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়বেন।  

বিশেষ এই ফ্লাইট দুবাই থেকে লাহোরে যাওয়ার আগে ইসলামাবাদে অবতরণ করবে। নওয়াজ শরিফ মিনার-ই পাকিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেবেন।

ওমরাহ পালনের জন্য বুধবার নওয়াজ শরিফের সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি এক সপ্তাহ থাকবেন এবং গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন। তিনি দুবাইয়ে যাবেন ১৮ অক্টোবর।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।