ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের মার্সেইতে বন্দুকধারীর গুলিতে নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ফ্রান্সের মার্সেইতে বন্দুকধারীর গুলিতে নিহত ২ 

ভূমধ্যসাগরীয় ফরাসি শহর মার্সেইতে শনিবার গভীর রাতে এক বন্দুকধারীর গুলিতে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অন্যতম দরিদ্রতম অঞ্চল মার্সেইয়ের স্থানীয় সময় রাত ১১টায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

শহরটির প্রধান প্রসিকিউটর নিকোলাস বেসোন জানিয়েছেন, এই পাঁচজন ব্যক্তি ম্যাকডোনাল্ডের গাড়ি পার্কিংয়ে তাদের গাড়িতেই ছিলেন। এই সময় আরেকটি গাড়ি থেকে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে তাদের গুলি করা হয়। গুরুতর আহত যাত্রীর মধ্যেদুজন পুরুষ এবং একজন মহিলা। আহত ২৯ বছর বয়সি এক পুরুষের অবস্থা সঙ্কটাপন্ন।  

গাড়িতে থাকা তিনজন পুরুষই দক্ষিণাঞ্চলীয় শহর টুলনের আশেপাশের অঞ্চলে মাদক ব্যবসা এবং সহিংসতার সঙ্গে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। যদিও মহিলাদের কোনও অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থলে কালাশনিকভ রাইফেলে ব্যবহৃত ৭,৬২-মিলিমিটার গুলির খোসা খুঁজে পেয়েছে। বন্দুকধারীদের গাড়িটি হামলার পর কাছেই পুড়িয়ে ফেলা হয়েছে।

মার্সেইতে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ মাদকের ব্যবসার সঙ্গে সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র এ বছরেই এই শহরে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৪৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।