ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের ‘মানবিক বিরতি’র প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
নিরাপত্তা পরিষদের ‘মানবিক বিরতি’র প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় ‘বর্ধিত মানবিক বিরতি’র আহ্বান জানিয়েছে গৃহীত প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যতক্ষণ না ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে ইসরাইয়েলি জিম্মি থাকবে ততক্ষণ বর্ধিত মানবিক বিরতির কোনও জায়গা নেই।

 

প্রস্তাবে ৭ অক্টোবর ইসরায়েলে হামলার জন্য হামাসের নিন্দা না করায় জাতিসংঘে ইসরায়েলের দূত গিলাদ এরদান প্রস্তাবটিকে বাস্তবতা থেকে বিবর্জিত বলে সমালোচনা করেছেন। খবর ভয়েস অব আমেরিকা।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা জুড়ে জরুরি এবং বর্ধিত মানবিক বিরতি ও করিডোর চালু করার আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে। মাল্টার নেতৃত্বে প্রস্তাবের পক্ষে  ভোট দিয়েছে ১২টি দেশ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া ভোটদানে বিরত ছিল।

রেজোলিউশনে হামাস এবং অন্যান্য গোষ্ঠী, বিশেষ করে শিশুদের দ্বারা বন্দী সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় আজ পর্যন্ত ১১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।