ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতা লি জায়ে-মাইয়ং ছুরিকাঘাতের শিকার হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে দেশটির বন্দরনগরী বুসানে সফরকালে তার গলায় ছুরিকাঘাত করা হয়।

তিনি দক্ষিণ কোরিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান।  

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, আক্রমণকারী ব্যক্তি প্রথমে লির কাছে গিয়ে বিনীতভাবে একটি অটোগ্রাফ চান। তারপর হঠাৎ লাফ দিয়ে লিকে ছুরিকাঘাত করে বসেন। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে নিরস্ত্র করে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, ছুরিকাঘাতকারী ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের হতে পারে।  

বুসানে প্রস্তাবিত একটি বিমানবন্দরের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন লি। সেখানেই ওই অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতের শিকার হন তিনি।  

সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার হওয়া ওই ঘটনার এক ভিডিও দেখা যায়, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছেন। হঠাৎ লাফ দিয়ে উঠে আগে বেড়ে লির গলায় ছুরিকাঘাত করেন। পুরো বিষয়টি মুহূর্তের মধ্যেই ঘটে যায়। ছুরিকাঘাতের পরপরই লি খিঁচুনি দিয়ে মাটিতে পড়ে যান। পরে লিকে  চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৭  ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।