ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
লেবাননে ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরিকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (২ জানুয়ারি) বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে হামাসের কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

ওই হামলায় প্রাণ হারান সালেহ আল-অরৌরি। খবর আলজাজিরা।

লেবাননের স্থানীয় সংবাদমধ্যম গুলোও সালেহ আল-অরৌরির নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে এ হামলায় সবমিলিয়ে ছয়জন নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্মগ্রহণ করেন। ইসরায়েলি জেলে দীর্ঘ ১৫ বছর কারাভোগ শেষে দীর্ঘসময় ধরে লেবাননে বাস করছিলেন সালেহ। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী রামাল্লায় তার বাড়ি ধ্বংস করে দেয়।  

সালেহ ছিলেন হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া পলিটব্যুরোর উপপ্রধানের দায়িত্বও ছিল তার কাঁধে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র তার নাম ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে এবং তার খোঁজে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে।

৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল-অরৌরি বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হামাস যুদ্ধবিরতিতে রাজি হবে না।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।