ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিতে যাচ্ছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিতে যাচ্ছে আইসিজে

জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিতে চলেছে।

ইসরায়েলকে গাজায় তাদের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা জারি করা হবে কি না, আন্তর্জাতিক বিচার আদালত সেই সিদ্ধান্ত নেবে।


 
ইসরায়েলের বিরুদ্ধে রায় আদালত কর্তৃক প্রয়োগযোগ্য নয় এবং ইসরায়েল প্রায় নিশ্চিতভাবেই এটি উপেক্ষা করবে। তবে এটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে।  

দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগ ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলছে, এটি ভিত্তিহীন।  

এদিকে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, সিআইএ প্রধান গাজায় একটি নতুন সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সামনে ইসরায়েল, কাতার ও মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বিপরীতে ইসরায়েল হামাস শাসিত গাজায় অভিযান শুরু করে। এ পর্যন্ত গাজায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।