ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৯ জনের প্রাণহানি

পাকিস্তানে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে বাড়িধস, ভূমিধসে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে এসব ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি-জনিত ২৩ মৃত্যুর ঘটনা ঘটে আফগানিস্তান সীমান্ত ঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশে। রোববার এক বিবৃতিতে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।  
 
উপকূলীয় শহর গোয়াদর প্লাবিত হয়ে বেলুচিস্তান প্রদেশে পাঁচজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বাধ্য হয়ে নৌকায় করে ১০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে।

পাকিস্তান-শাসিত কাশ্মীরে হতাহতের সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ দেওয়া হয়েছে। সড়ক থেকে জঞ্জাল সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।  

পাকিস্তান ও চীনকে সংযুক্ত করা কারাকোরাম হাইওয়ে বন্ধ রয়েছে। মহাসড়কটির কিছু স্থানে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে উত্তরাঞ্চলীয় গিলগিট বাল্টিস্তান অঞ্চলের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক।  

পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ পর্যটকদের উত্তরের দিকে যেতে বারণ করেছে। গেল সপ্তাহে দর্শনার্থীরা ভারী বৃষ্টিতে আটকা পড়েন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।