ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ভাসতে থাকা বোতলের তরল পান করে প্রাণ গেল ৪ জেলের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
সাগরে ভাসতে থাকা বোতলের তরল পান করে প্রাণ গেল ৪ জেলের  প্রতীকী ছবি

সাগরে মাছ ধরতে গেলে জালে উঠে আসে কয়েকটি বোতল। জাল ছাড়িয়ে বোতলগুলো হাতে নিলে ভেতরে তরল দেখতে পান জেলেরা।

 

মদ ভেবে ওইসব বোতলে থাকা তরল পান করেন জেলেরা। এতে চারজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন।

শ্রীলঙ্কা উপকূলীয় ভারত সাগরে ঘটনাটি ঘটেছে বলে রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি

শ্রীলঙ্কার মৎস্য ও জলজসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাওয়াট্টা  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটির জাতীয় গণমাধ্যম আদা ডেরানাকে তিনি জানান, জেলেরা কিছু বোতল ওই এলাকায় কর্মরত অন্যান্য জেলেদেরও দিয়েছে। বোতলের তরল পান না করতে তাদেরকে জানানোর চেষ্টা চলছে।  

মি. কাহাওয়াট্টা আরও জানান, সাগরে ভাসতে থাকা বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল এবং এসব বোতলের প্রস্তুতকারক কে বা কারা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলো কুড়িয়ে নেন ‘ডেভন’ নামে নৌকার ৬ জেলে। এসব বোতলে মদ ছিল ভেবে পান করেন তারা।

এদিকে, তীরে আনার আগেই বাকি দুই জেলের মৃত্যু হতে পারে আশঙ্কায় মাছধরার নৌকাতেই চিকিৎসার ব্যবস্থা করেছেন নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনী জানিয়েছে, আরেকটি নৌযান দিয়ে ডেভনকে কূলে টেনে আনা হচ্ছে। নৌকাটি ৪ জুন তেঙ্গল থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল।

এদিকে, এ ঘটনায় উপকূলীয় শহর তেঙ্গলে বিক্ষোভ হয়েছে। জীবিত থাকা জেলেদের দ্রুত উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।