ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় সম্মেলনে উপস্থিত রিপাবলিকান পার্টির ২ হাজার ৪শ’ জনেরও বেশি নেতা-কর্মীরা আসন থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিতভাবে তাকে অভিনন্দন জানান।

 

এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। এছাড়া  তার রানিং মেট হিসেবে ওহাইও থেকে নির্বাচিত সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ৩৯ বছর বয়সী মি. ভ্যান্সই হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। জেডি ভ্যান্স এক সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। খবর বিবিসি বাংলা

কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প যখন হেঁটে আসছিলেন , তখন তার কানের ব্যান্ডেজ দেখা গেলে দলীয় সমর্থকরা চিৎকার করে স্লোগান দিতে থাকেন - এ সময় তারা মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিতে থাকেন ‘ইউ এস এ! ইউ এস এ! এবং  ‘ফাইট! ফাইট! ফাইট!’

পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলেছিলেন, সেভাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১৬,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।