ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জার্মানিতে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার 

জার্মানির জোলিঙ্গেন শহরে গত ২৩ আগস্ট ছুরিকাঘাতে তিন জন নিহত হওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করছে পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে জার্মানির সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি রক্তে মাখা পোশাকসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল শনিবার রাতে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সারা দিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই কিশোর মূল সন্দেহভাজন না হলেও হামলা সম্পর্কে জানত বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে জার্মানিতে ওই হামলার দায় স্বীকার করে শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট। যদিও হামলাকারীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

প্রসঙ্গত, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। রাত পৌনে ১০টার দিকে সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। এতে ৫৬ ও ৬৭ বছর বয়সী দুইজন পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক মহিলা নিহত হন।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, আগস্ট ২৫,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।