ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে চাপে ফেললেন কমলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
ট্রাম্পকে চাপে ফেললেন কমলা!

নিজের মেডিকেল প্রতিবেদন প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন যুদ্ধের ডামাডোলে একে অপরকে নাস্তানাবুদ করতে চাইছেন রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে থাকা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট কমলা হ্যারিস।

কমলা তার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে উল্লেখ রয়েছে- তার শারীরিক অবস্থা ‘দুর্দান্ত’। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সক্ষম।

এদিকে, ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করেননি। এটিকে খড়্গ হিসেবে নিয়েছেন কমলা। তিনি ট্রাম্পের বিরুদ্ধে তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ না করা ও বিষয়টি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন।

কমলা এ বিষয়ে একটি মন্তব্য করেন, যা জনমনে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, আমার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী মার্কিন জনগণকে জানাতে চান না যে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিট বা সক্ষম আছেন কি না।

ট্রাম্পের প্রচার শিবির অবশ্য এ বিষয়ে বিবৃতি দিয়েছে। কোনো মেডিকেল রিপোর্টস প্রকাশ না করেই শিবির থেকে দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আছেন ‘নিখুঁত ও চমৎকার শারীরিক অবস্থায়’। ট্রাম্প  ‘অত্যন্ত ব্যস্ত ও সক্রিয় প্রচার-প্রচারণা কর্মসূচি’ চালিয়ে যাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

ট্রাম্পের শিবির তাকে প্রেসিডেন্ট দাবি করে এও বলেছে, ‘তার মতো দম বা স্ট্যামিনা কমলা হ্যারিসের নেই। ’

এমন মন্তব্যের পর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘শারীরিক ও মানসিকভাবে সক্ষম’।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্নেল ডা. জসুয়া সিমন্স গত তিন বছর ধরে কমলা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, গত এপ্রিলে তার স্বাস্থ্যের অবস্থা ছিল অসাধারণ। তিনি স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবনযাপন করেন।

নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তালিকায় কমলা তার পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাসের কথা উল্লেখ করেছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলন্সকপি ও বছরে একবার ম্যামোগ্রামসহ (ব্রেস্ট স্ক্রিনিং) প্রতিরোধমূলক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করিয়ে থাকেন।

এ বিষয়টি সামনে আসার পর পালে হাওয়া লাগে কমলা শিবিরের। তাদের পক্ষ থেকে একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, এবার আপনার পালা ডোনাল্ড ট্রাম্প।

এতসবের মধ্যে ট্রাম্পকে দুটি কথা শোনাতেও ভোলেননি কমলা। নর্থ ক্যারোলাইনায় প্রচার কর্মসূচির আগে তিনি রিপাবলিকান নেতার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। কমলা বলেন, তিনি কথা বলতে গেলে খেই হারিয়ে ফেলেন।

ডেমোক্রেট থেকে যখন ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়নি বলে দাবি করা হচ্ছে, তখন তার প্রচারদলের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াং পাল্টা দাবি করে বলেন, পেনসিলভানিয়ার বাটলারে হত্যাচেষ্টার ঘটনার পর তিনি স্বেচ্ছায় তার ব্যক্তিগত চিকিৎসক ও যাদের কাছ থেকে তিনি চিকিৎসা নিয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য প্রকাশ করেছেন।

স্টিভেন চিয়াং বলেন, এ সব কিছুই প্রমাণ করে, ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ হওয়ার জন্য যথার্থ ও চমৎকার স্বাস্থ্যের অধিকারী।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন। জাতীয় জরিপগুলোয় দেখা যাচ্ছে, কমলা হ্যারিস সামান্য ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। কিন্তু দোদুল্যমান রাজ্যগুলোয় তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

গত জুলাইয়ে প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য দৌড় থেকে সরে দাঁড়িয়ে জো বাইডেন তার উত্তরসূরি হওয়ার জন্য বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপট বদলে যায়।

এর আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিতর্ক অনুষ্ঠানে ‘হতাশাজনক পারফরম্যান্সের’ কারণে ডেমোক্রেট প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করার জন্য জো বাইডেনের ওপর চাপ বাড়ছিল। আগস্টে ডেমোক্র্যাটদের কনভেনশনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা হ্যারিস।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।