ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাটকীয় পরিস্থিতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
নাটকীয় পরিস্থিতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ সিওলে প্রেসিডেন্টের সমর্থনে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেশটির তদন্তকারীরা গ্রেপ্তারের চেষ্টা চালান। ছয় ঘণ্টা ধরে চলে নাটকীয় পরিস্থিতি।

কিন্তু পরে তদন্তকারীরা গ্রেপ্তারের চেষ্টা থেকে সরে আসেন। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, সেনাবাহিনী ও ইউনের নিরাপত্তা কর্মকর্তারা একটি মানবপ্রাচীর তৈরি করেন এবং যানবাহন ব্যবহার করে তদন্তকারী দলের পথরোধ করেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির আদালত ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইউনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহ উসকে দিয়েছেন।

এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বারবার অস্বীকৃতি জানান। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শুক্রবার ভোর থেকেই সিউলের কেন্দ্রস্থলে অবস্থিত ইউন সুক ইওলের বাসভবনের বাইরে রাস্তায় সারি করে দাঁড়িয়ে ছিল ডজনখানেক পুলিশ ভ্যান।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে পুলিশ কর্মকর্তা ও সিআইও (দুর্নীতি তদন্ত দপ্তর) সদস্যদের একটি গ্রেপ্তার দল ইউনের বাসভবনের দিকে অগ্রসর হয়।  

অভিযানটি শুরু হয়েছিল ২০ সদস্যের একটি ছোট দলের মাধ্যমে, কিন্তু দ্রুত তা বেড়ে প্রায় ১৫০ জনে পরিণত হয়। তবে প্রতিপক্ষের তুলনায় তা যথেষ্ট ছিল না।

দলের প্রায় অর্ধেক সদস্য ইউনের বাসভবনের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু সেখানে তারা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েক ঘণ্টার জন্য মুখোমুখি অবস্থানে আটকে পড়েন।

ইউন তার ক্ষমতা হারালেও নিরাপত্তারক্ষীরা এখনও তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে রয়েছেন।

সিউল শহরের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি সামরিক ইউনিটও সেখানে উপস্থিত ছিল। একপর্যায়ে ইউনের নিরাপত্তাদল তদন্ত কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি সংঘাতে’ জড়িয়ে পড়ে বলে এএফপিকে জানান সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা ।

‘আমরা নিশ্চিত, গ্রেপ্তার কার্যত অসম্ভব,’  বলেন দুর্নীতি তদন্ত অফিসের (সিআইও) এক কর্মকর্তা। তিনি ইউনের গত মাসের অস্থায়ী সামরিক শাসন ঘোষণার বিষয়টি তদন্ত করছেন।

ইউনের অনেক সমর্থক কয়েকদিন ধরে তার বাসভবনের বাইরে অবস্থান নিয়ে আছেন। তার গ্রেপ্তার ঠেকাতে যা করা দরকার তাই করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সিআইও জানায়, ঘটনাস্থলে তাদের দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগও ছিল। এটিও গ্রেপ্তারের সিদ্ধান্ত বাতিল করার একটি কারণ।

সামরিক শাসন জারির চেষ্টা চালানোয় গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনকে অভিশংসন করে।  

পরে ১৪ ডিসেম্বর দেশটির আইনপ্রণেতারা অভিশংসনের পক্ষে ভোট দিলে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালত অভিশংসনের এই আদেশ বহাল রাখলেই কেবল তাকে পদচ্যুত করা সম্ভব।

গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ ৬ জানুয়ারি পর্যন্ত থাকায় তদন্ত কর্মকর্তাদের এই সময়ের মধ্যেই ইউনকে গ্রেপ্তার করতে হবে। যদি তা না হয় তবে তাদের আবার নতুন পরোয়ানার জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।