ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পানামা খাল-গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপের দরজা খোলা রাখতে চান ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
পানামা খাল-গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপের দরজা খোলা রাখতে চান ট্রাম্প 

পানামা খাল এবং গ্রিনল্যান্ডে আমেরিকার কর্তৃত্ব বাড়াতে বল প্রয়োগ করার সম্ভাবনার পক্ষে মত দিয়েছেন ট্রাম্প।  

মঙ্গলবার নিজ বাড়ি মার-আ-লাগোতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন, পানামা খাল বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখল করতে বল প্রয়োগ করার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

সাংবাদিক তাকে প্রশ্ন করেন বলপ্রয়োগের মাধ্যমে পানামা খাল-গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা তিনি নাকচ করেন কিনা, জবাবে ট্রাম্প বলেন, আমি এর প্রতিশ্রুতি দিতে পারি না, না। হতে পারে, আপনাকে কিছু করতে হবে। তবে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করতে তিনি শুধুমাত্র অর্থনৈতিক শক্তি ব্যবহার করবেন বলে জানান।

ট্রাম্পের মন্তব্য নিয়ে আন্তর্জাতিক ভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এসব উক্তি ওইসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও ভালো অবস্থান তৈরি করার লক্ষ্যে চাপ তৈরি করার কৌশলমাত্র।

এই কৌশলগুলের মধ্যে থাকতে পারে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে পানামা খালের মার্কিন জাহাজগুলির জন্য বিশেষ সুবিধা, গ্রিনল্যান্ডে বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা।  

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। অর্থাৎ, তার ক্ষমতায় বসতে এখনো দুই সপ্তাহ বাকি আছে। কিন্তু ট্রাম্প এখনই তার আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন। ট্রাম্পের হুমকিগুলোর মধ্যে তার বৈদেশিক নীতির একটি দিক স্পষ্ট । তার মতে, প্রতিটি দেশকে নিজের স্বার্থে আক্রমণাত্মকভাবে কাজ করতে হবে, আর এটি বিশেষত ধনী ও শক্তিশালী দেশগুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।