দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন তিনি।
আগেই এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে প্রথম ভাষণে তিনি বলেছিলেন, দ্রুতেই তিনি বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন
বিবিসি বলছেন, শপথ নেওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।
ক্ষমতা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমজে