ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবেন।  

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুটি মার্কিন সামরিক উড়োজাহাজকে দেশটির আকাশসীমায় প্রবেশ করতে নিষেধ করার পর ট্রাম্প এমনটি বললেন।

ওই দুই উড়োজাহাজে ছিলেন বিতাড়িত অভিবাসীরা।

ট্রাম্প বলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে শুল্ক আরোপ করা হবে, এবং এক সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবেন।

রোববার সকালের দিকে পেত্রো বলেন, তিনি বিতাড়িত অভিবাসীদের বহন করা যুক্তরাষ্ট্রের সামরিক দুটি উড়োজাহাজ প্রবেশের অনুমতি দেননি। কারণ, তিনি মনে করেন অভিবাসীদের সম্মান ও মর্যাদার সঙ্গে ফেরানো উচিত।  

প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের নাগরিকদের বেসামরিক উড়োজাহাজের মাধ্যমে নেব, তাদের অপরাধী হিসেবে নেব না।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেন, সান ডিয়েগো থেকে দুটি সামরিক বিমান রোববার কলম্বিয়ায় পৌঁছানোর কথা ছিল, যাতে বিতাড়িত অভিবাসীরা ছিলেন, কিন্তু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথসোশ্যালে দেওয়া এক পোস্টে তাত্ক্ষণিক ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাত্ক্ষণিক ভিসা বাতিলের পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।