ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু রনেন বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আঁচ না করতে পারার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

খবর বিবিসির।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে আগাম বরখাস্ত করার অনুমোদন দেয়। তিনি ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ পান।  

রোববার এক ভিডিওবার্তায় নেতানিয়াহু রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সময়ের সঙ্গে অবিশ্বাস বাড়ায় তিনি রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতানিয়াহুর সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জেরুজালেমে সরকারবিরোধী আন্দোলন আরও উত্তাল হয়। গাজায় নতুন করে হামলার বিরোধিতা করা অনেকে বিক্ষোভে যোগ দেন।

মঙ্গলবার থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করেছে। তাদের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে তীব্র হামলা চালাচ্ছে। নতুন এ হামলা প্রায় দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে।

শিন বেত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যক্রম ও সদস্যদের তথ্য কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়।

রনেন বার তার বরখাস্তের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।