ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে আপস করবে না হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
ইসরায়েলের সঙ্গে আপস করবে না হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রক্রিয়া মেনে নেবে না লেবানন। বুধবার (২৬ মার্চ) লেবাননভিত্তিক রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এই অঙ্গীকার আবারও জানিয়েছেন।

তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনেরও নিন্দা জানান।

আল-মানার টিভি চ্যানেলের খবর অনুযায়ী, জেরুজালেম ফোরামে বক্তৃতাকালে কাসেম জোর দিয়ে বলেন যে, হিজবুল্লাহ এবং লেবাননের দৃঢ় প্রতিরোধ চলছে, যা দেশটিতে ইসরায়েলকে তার লক্ষ্য অর্জন করতে দেয়নি। জায়নবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এখনও আলোচনায় নেই বলে তিনি জানান।

লেবাননের সার্বভৌমত্ব এবং দেশটি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের প্রতি হিজবুল্লাহর প্রতিশ্রুতি নাইম কাসেম আবারও জানান। যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন এবং লেবাননের অধিকার সমুন্নত রাখার জন্য আন্তর্জাতিক পক্ষগুলোকে চাপ দিতে লেবাননের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলের দখল করা শেবা ফার্মস এলাকা এবং কাফারচৌবা পাহাড়সহ লেবানিজ ভূখণ্ডের অব্যাহত দখলের কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অবিচল প্রতিরোধই লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং আরও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের একমাত্র উপায় বলে হিজবুল্লাহ মনে করে।

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ধৈর্যের প্রশংসা করেন কাসেম। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ চরম মূল্য দিয়েছে। কিন্তু তারা তাদের ভূমি, মর্যাদা এবং অধিকারের জন্য তাদের লড়াইয়ে অটল রয়েছেন।

ফিলিস্তিনিদের স্বার্থকে ক্ষুণ্ন করে এবং ইসরায়েলি আঞ্চলিক নিয়ন্ত্রণ বাড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার চেষ্টাকে মার্কিন-ইসরায়েলি কৌশল হিসেবে বর্ণনা করেন নাইম কাসেম। তিনি এর নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ এবং তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ ফ্রন্ট ওই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: জিনহুয়া
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।