ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট বিমান প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামরিক ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।
ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনে কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। হুতিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিব গভর্নরেটের আকাশে মার্কিন ড্রোনটিকে আঘাত করে বলে জানান সারি।
২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে হুতি যোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রের ১৬টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল।
ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলে বাধা অব্যাহত রাখা হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে হুতিদের দৃঢ় অবস্থান তিনি আবারও স্পষ্ট করেন।
ইয়েমেনে অব্যাহত মার্কিন আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, আগামী দিনে শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা দ্বিধা করবে না।
সংবাদমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন বলছে, এর আগে মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের পশ্চিমতম অংশ অর্থাৎ লোহিত সাগরের কামারান দ্বীপে বিমান হামলা চালায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী সানাসহ হাজ্জাহ প্রদেশে মার্কিন বিমান হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের পথ খোলার জন্য লোহিত সাগরে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি সরকার তাদের গণহত্যামূলক যুদ্ধ পুনরায় শুরু করার পর হুতি গোষ্ঠী তাদের অভিযান আবার শুরু করে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই আগ্রাসনের পথে নামে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমএইচডি/আরএইচ