ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিউটিশিয়ানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, তদন্ত রিপোর্টে বেরিয়ে এলো অন্য তথ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
বিউটিশিয়ানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, তদন্ত রিপোর্টে বেরিয়ে এলো অন্য তথ্য যে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বিউটিশিয়ান ও তার বোন

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা প্রতিরোধ করার সময় ২৬ বছরের একজন তরুণী বিউটিশিয়ানকে হত্যার অভিযোগের ঘটনা নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় করা মামলার অভিযোগ বলা হয়েছে, ধর্ষণচেষ্টার সময় প্রতিরোধ করলে ওই বিউটিশিয়ানের গলায় ছুরিকাঘাত করা হয়।

এতে তার মৃত্যু হয়।  

তবে নিহতের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট বলছে, ছুরির আঘাতের চিহ্ন নেই মরদেহে। বরং মেরুদণ্ডের আঘাতের কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। যা ইঙ্গিত দেয় যে, আঘাতটি গাড়ি দুর্ঘটনার কারণে হয়েছিল, ছুরির আক্রমণ থেকে নয়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লখনউ রাজ্যের বান্থরা এলাকায় গত ১৩ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে। এদিন এক বিয়েতে বরের হাতে মেহেদী পরানোর কাজ শেষ করেন ওই বিউটিশিয়ান ও তার বোন। বিয়েবাড়ি থেকেই তাদের বাড়ি ফিরতে গাড়ির ব্যবস্থাও করে দেন বর সুধাংশু। পথে ওই গাড়িতেই থাকা তিন যুবক বিউটিশিয়ান ও তার বোনকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে যুবকদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই বিউটিশিয়ানের গলায় আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে এ ঘটনায় করা মামলায় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এবং একজন এখনও পলাতক রয়েছেন।

বান্থরা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিকাশ পাণ্ডে জানান, নিহত বিউটিশিয়ানের তিন বছরের ছেলে রয়েছে। নিহতের স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে অভিযুক্ত তিন যুবকের মধ্যে বিকাশ ও আদর্শ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত অজয় এখনও পলাতক।  

নিহতের চাচাতো ভাই অভিযোগ করেছিলেন যে, চলন্ত গাড়ির ভেতরে ধর্ষণের চেষ্টা প্রতিরোধ করার সময় ওই তিন অভিযুক্তের মধ্যে একজন তার বোনোর গলায় ছুরি দিয়ে আক্রমণ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিউটিশিয়ানের বোন বলেছিলেন, তারা চলন্ত গাড়িতে আমাকে এবং আমার বোনকে যৌন নির্যাতনের চেষ্টা করেছিল। আমার বোন যখন বাধা দেয়, তখন অজয় তার ঘাড়ে ছুরিকাঘাত করে। গাড়ি উল্টে গেলে তারা তিনজন পালিয়ে যায়। এর আগে ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে যায় তারা।  

কিন্তু তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তাহলো, মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, নিহত বিউটিশিয়ানের সঙ্গে পরিচয় ছিল অভিযুক্ত বিকাশের। গত ১৩ এপ্রিল থেকে বিকাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলেন তিনি। এমনকি ঘটনার দিন মধ্যরাতে তিনি বিকাশকে একবার কলও করেছিলেন।

অভিযুক্তরা দাবি করেছেন, কোনো ছুরিকাঘাত করা হয়নি; দ্রুতগতির কারণে গাড়িটি উল্টে যায় আর ওই বিউটিশিয়ান নিহত হন। আর ওই বিউটিশিয়ানই তাদের কল করেছিলেন।  

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে তিন অভিযুক্ত ও নিহতের বোনোর আনুষ্ঠানিক সাক্ষ্য রেকর্ড করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।