ইসরায়েলি বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলা চালিয়ে দেশটিকে ‘সমন্বিত আকাশসীমা অবরোধে’ ফেলতে কাজ চলছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। এজন্য তারা বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে ইসরায়েলের বিমানবন্দরগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।
রোববার (৪ মে) রাতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিগ্রাম পোস্টে এ আহ্বান জানান।
এদিন সকালে ইসরায়েলের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি এলাকায় হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনজন আহত হন বলে জানা গেছে।
ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করায় এই প্রতিক্রিয়ামূলক হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। তবে এজন্য ‘প্রযুক্তিগত ত্রুটি’কে অজুহাত হিসেবে তুলে ধরেছে তারা।
হুতিদের মুখপাত্র সারি আরও বলেন, যদি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের কর্মী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে ইসরায়েলের বিমানবন্দরগুলোর উড্ডয়ন সময়সূচি বাতিল করাই উচিত।
এর আগে শুক্রবার (২ মে) রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে বেশ কয়েকটি রিজার্ভ ব্রিগেড গাজায় মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়।
বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা তাদের প্রতিক্রিয়া জানায়। জেরুজালেম পোস্টকে দেওয়া আরেকটি সূত্র জানায়, এ ঘটনার পর ইসরায়েল ইয়েমেনকে ঘিরে তাদের সাম্প্রতিক কৌশল পর্যালোচনার কথা ভাবছে।
এমএইচডি/এমজে