খ্যাতনামা ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা এ বছরের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের তালিকায় স্থান করে নিয়েছেন। তিনি ‘মন্তব্য’ বিভাগে বিজয়ী হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য নিউ ইয়র্কার-এ প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন মোসাব আবু তোহা। এসব প্রবন্ধে গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত মানবিক ও গভীর বর্ণনায় তুলে ধরেন তিনি।
তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, আমি মন্তব্য বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছি। এ অর্জন হোক আশার আলো, হোক এক গল্পের জন্ম।
পুলিৎজার বোর্ড সোমবার জানায়, তার প্রবন্ধে গাজার যুদ্ধের ভয়াবহতা খুব কাছ থেকে তুলে ধরা হয়েছে। এতে যেমন আছে তথ্যভিত্তিক গভীর প্রতিবেদন, তেমনি আছে তার নিজের জীবনের অভিজ্ঞতা। সব মিলিয়ে তার লেখা ফিলিস্তিনিদের যুদ্ধকালীন বাস্তবতা পাঠকের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে।
৩২ বছর বয়সী আবু তোহা ২০২৩ সালে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। তিনি গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া থেকে স্ত্রী মারাম ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। আর তখনই তাকে আটক করে ইসরায়েলি বাহিনী।
আবু তোহা লেখেন, ইসরায়েলি হেফাজতে তাকে পরিবারের কাছ থেকে আলাদা করে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিদেশে থাকা বন্ধুদের চাপ ও প্রচেষ্টার ফলে তিনি মুক্তি পান এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হন। পরে তিনি ইসরায়েলপন্থী কিছু গোষ্ঠীর টার্গেটে পড়েন এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি ওঠে।
আরএইচ