ভারতের অভিযোগ, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান তাদের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার চেষ্টা চালালেও তারা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়, ওই সময় অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে জানান, তার দেশ এই হামলার সঙ্গে জড়িত নয়। খাজা আসিফ বলেন, আমরা এ অভিযোগ অস্বীকার করছি, আমরা এখন পর্যন্ত এমন কোনো হামলা চালাইনি। তিনি আরও বলেন, আমরা আগে হামলা করব না, তারপর অস্বীকার করব না।
বৃহস্পতিবার সকালে ভারত জানায়, তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে এবং বুধবার রাতের পাকিস্তানের হামলার প্রচেষ্টাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। পাকিস্তান এই পদক্ষেপকে আরও একটি আক্রমণাত্মক কাজ হিসেবে আখ্যা দেয়।
এর আগে বুধবার ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের ওই হামলার পর জাতিসংঘসহ বিশ্ব নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা নিরসনের ডাক দেন।
সীমান্তে একের পর এক হামলা ও গোলাগুলির ঘটনার ফলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এটি দুই দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি।
বৃহস্পতিবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে সামরিক তৎপরতার অভিযোগ আনে। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। এসব স্থানের মধ্যে ছিল: লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, রাওয়ালপিন্ডি, আটক, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর এবং করাচির কাছাকাছি একটি স্থান।
তিনি জানান, সিন্ধু প্রদেশে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং লাহোরে চারজন সেনা সদস্য আহত হয়েছেন।
ভারত বলেছে, তাদের সাম্প্রতিক পদক্ষেপ পাকিস্তানের উত্তর ও পশ্চিম ভারতে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "বিশ্বাসযোগ্যভাবে জানা গেছে যে, লাহোরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। " তবে পাকিস্তান এই দাবিকে অস্বীকার করেছে।
দুই দেশের পক্ষ থেকে যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমাদের উদ্দেশ্য উত্তেজনা বাড়ানো নয়, আমরা শুধু উত্তেজনার প্রতিক্রিয়া জানাচ্ছি।
এদিকে, দুই পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে। পাকিস্তান জানিয়েছে, বুধবার ভোর থেকে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।
আর ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ১৬-তে পৌঁছেছে, যাদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু।
আরএইচ