ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জুলাই ১, ২০২৫
ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে ভোট শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে ভোট শুরু হয়েছে। ট্রাম্পের বাজেট পরিকল্পনাটি তার প্রধান রাজনৈতিক লক্ষ্যগুলোর একটি, তবে বিলটি নিয়ে রিপাবলিকানদের মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে।

বিলটির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে কর ছাড়ের সুবিধা বাড়ানো যায়। এতে প্রায় দুই কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে রিপাবলিকানদের মধ্যেই বিতর্ক চলছে।

ডেমোক্রেটরা শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছেন। তারা বলছেন, বিলটি দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট আনবে।

সোমবার সিনেটে ‘ভোট- অ্যা-রামা’ নামে টানা ভোটগ্রহণ শুরু হয়, যেখানে বিলের বিভিন্ন সংশোধনী নিয়ে আলোচনা চলছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানিয়েছেন, এখনো কিছু অংশে সমঝোতার চেষ্টা চলছে।

বিলটি যদি সিনেট পাস করে, তবে এটি আবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ফিরে যাবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি সময়মতো পাস হবে বলে আত্মবিশ্বাসী।

এদিকে ইলন মাস্ক বলেছেন, বিলটি পাস হলে তিনি নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গড়ার উদ্যোগ নেবেন। তার দাবি, এই বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়াবে, যা বর্তমানে ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিলটি পাসের জন্য রিপাবলিকানরা সিনেটে সর্বোচ্চ তিনটি ভোট হারাতে পারবে। যদি সমান সমান ভোট হয়, তাহলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভাঙার ভোট দেবেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।