পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে— যা দিল্লি পুরোপুরি অস্বীকার করেছে।
গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে যে হামলা চালায়, তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ নামে এক অভিযান শুরু করেছে।
ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি উভয়েই পাকিস্তানের হামলায় ভারতের কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।
উইং কমান্ডার সিং বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তারা বলছে, আদমপুরে ভারতীয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে, তিনি বলেন।
একই সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রমমিশ্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উসকানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে ঠেলে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে চায়।
আরএইচ