ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (সোমবার) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরুর পর প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের হামলার প্রতিক্রিয়ায় ৭ মে শুরু হয় অপারেশন সিঁদুর। পহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হন।
অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা হামলা চালায়। কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে। পরে গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানান।
পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। যুদ্ধবিরতির প্রস্তাব কোন পক্ষ থেকে এসেছিল, সেই আলোচনার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, ভারত তাদের যুদ্ধবিরতির অনুরোধ জানায়।
আরএইচ