ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর গাজায় ইসরায়েলের হামলা, নিহত প্রায় ১০০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, মে ১৬, ২০২৫
উত্তর গাজায় ইসরায়েলের হামলা, নিহত প্রায় ১০০ বেইত লাহিয়ায় নিহত ফিলিস্তিনিদের জানাজায় এক নারী শোকে ভেঙে পড়েন

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার রাতে ইসরায়েলের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুরাও রয়েছে।

 হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্থানীয় বাসিন্দারা এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, রাতভর বোমাবর্ষণে অন্তত নয়টি বাড়ি ও তাঁবু ধ্বংস হয়েছে। এসব স্থানে বেসামরিক বাসিন্দারা থাকতেন।  ধ্বংসস্তূপে আটকে পড়া বহু মানুষের কাছ থেকে সাহায্যের জন্য ফোনকল পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত লাহিয়ায় বোমা, গোলাবর্ষণ এবং ট্যাঙ্ক দিয়ে হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা উত্তর গাজায় সন্ত্রাসী অবকাঠামো খুঁজে ধ্বংস করার জন্য অভিযান চালাচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়, তারা গত ২৪ ঘণ্টায় কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে।

মার্চে ইসরায়েল আবারো হামলা শুরু করার পর থেকে এটি উত্তর গাজায় সবচেয়ে বড় স্থল অভিযানের ঘটনা। বেইত লাহিয়া থেকে জাবালিয়ায় পালিয়ে আসা বাসিন্দা বশীর আল-গানদুর বিবিসিকে জানান, লোকজন ঘুমিয়ে ছিল যখন হঠাৎ করে তীব্র বোমাবর্ষণ শুরু হয় রাতের বেলায়।

তিনি বলেন, চারদিক থেকে হামলা হচ্ছিল। আকাশ থেকে বিমান হামলা, আর সমুদ্রপথে যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ চলছিল। হামলায় আমার ভাইয়ের বাড়িটি ধসে পড়ে। ভেতরে ২৫ জন ছিলেন। তিনি জানান, ওই হামলায় ১১ জন আহত হন এবং পাঁচজন নিহত হন। এর মধ্যে তার দুই ভাতিজি এবং এক ভাতিজা রয়েছে। তিনিসহ অন্যরা ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের উদ্ধারের চেষ্টা করেন।

শুক্রবার ভোরে উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান থেকে লিফলেট ছড়িয়ে দেওয়া হয়, যাতে বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এতে আশঙ্কা বেড়েছে যে, গাজা উপত্যকার অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করতে যাচ্ছে।

যুদ্ধ শুরুর পর থেকে বহুবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর মধ্যে এই সরিয়ে নেওয়ার আদেশ নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অনেকেরই আর যাওয়ার কোনো জায়গা নেই। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করানো এবং বেসরকারি কোম্পানির মাধ্যমে তা বিতরণের প্রস্তাব দিয়েছে।  তবে পরিকল্পনাটি জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে। গাজায় ক্রমাগত অবনতি হওয়া মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩ হাজার ছাড়িয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।