ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, মে ২২, ২০২৫
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের সামনে, 
স্থানীয় সময় বুধবার রাত প্রায় ৯টার দিকে।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা এ. স্মিথ জানিয়েছেন, হামলাকারী ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ, যিনি শিকাগোর বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার আগে রদ্রিগেজ জাদুঘরের বাইরে বারবার হেঁটে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই তিনি চারজনের একটি দলের কাছে যান এবং আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান, যেখানে দুইজন নিহত হন।

পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারের পর রদ্রিগেজ চিৎকার করে বলছিলেন, “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”।

নিহত দু’জন সম্পর্কে ছিল এক প্রেমিক জুটি, যাদের বিয়ের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইচিয়েল লেইটার।  

ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এই হামলার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে একটি ইভেন্ট চলছিল, যেটির আয়োজক ছিল আমেরিকান জুইশ কমিটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এই অপ্রত্যাশিত ও মর্মান্তিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই ঘটনাকে “একটি জঘন্য ও ঘৃণ্য সেমিট-বিরোধী সন্ত্রাসী হামলা” হিসেবে বর্ণনা করেছেন।  

ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বব্যাপী তাদের নাগরিক ও কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।