ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বন্যায় নিহত ৪, আটকা পড়েছে হাজারো মানুষ 

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মে ২৩, ২০২৫
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বন্যায় নিহত ৪, আটকা পড়েছে হাজারো মানুষ  ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সৃষ্ট রেকর্ড বন্যায় চারজন নিহত হয়েছে, আটকে পড়েছে কয়েক হাজার মানুষ।  

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস্টোফার মিনস শুক্রবার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন।

এ সময় তারা জরুরি সেবা কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন, যারা গত কয়েক দিনে ৬৭৮ জনকে উদ্ধার করেছেন – যার মধ্যে ১৭৭ জনকে গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে।

মিনস সাংবাদিকদের বলেন, এটা এক বিশাল, বীরত্বপূর্ণ ও জটিল প্রয়াস, যেখানে খুব কঠিন পরিস্থিতিতে বহু স্বেচ্ছাসেবক সম্পূর্ণ অজানা মানুষকে উদ্ধারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। স্বেচ্ছাসেবকরা না থাকলে আমাদের শত শত প্রাণহানি হতো, আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

নিউ সাউথ ওয়েলসে, যা অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য, প্রায় ৫০ হাজার মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। প্রবল আবহাওয়া মাত্র তিন দিনে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টি নামিয়েছে, যার ফলে পুরো শহরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সড়কগুলো পানিতে ডুবে গেছে।

হঠাৎ বন্যা গ্রামীণ এলাকাগুলোতে গবাদি পশু ভেসে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং রাস্তা নদীতে পরিণত হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে এখন ধ্বংসাবশেষ ও মৃত প্রাণীতে ভরে গেছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বন্যার পানিতে জীবাণু থাকতে পারে, ইঁদুর, সাপও থাকতে পারে তাই  ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে। বিদ্যুৎও বিপজ্জনক হতে পারে ।

এই ঝড়  দক্ষিণে সিডনির দিকে এগিয়ে গেছে এবং আরও বিপর্যয় সৃষ্টি করছে। বানের পানির কারণে রেল ও এমনকি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। সিডনি বিমানবন্দর শুক্রবার সকালে এক ঘণ্টার জন্য তার তিনটি রানওয়ের মধ্যে দুটি বন্ধ রেখেছিল, যার ফলে অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বর্তমানে ওয়ারাগাম্বা বাঁধ কেন্দ্রিক জলাধার যেখান থেকে সিডনির পানি সরবরাহের ৮০ শতাংশ আসে তা বর্তমানে ৯৬ শতাংশ পূর্ণ, তা খুব শিগগিরই উপচে পড়তে পারে। অস্ট্রেলিয়া সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের ফলাফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।