ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কীভাবে বিধ্বস্ত প্লেন থেকে বেরোলেন, জানালেন বেঁচে যাওয়া একমাত্র যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জুন ১৩, ২০২৫
কীভাবে বিধ্বস্ত প্লেন থেকে বেরোলেন, জানালেন বেঁচে যাওয়া একমাত্র যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রমেশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে তার বেঁচে ফেরার বর্ণনা দেন। 

গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৪১ জন আরোহীর মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন বিশ্বাস কুমার রমেশ নামে এক যাত্রী।

লন্ডনগামী বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ‘১১এ’ নম্বর আসনের যাত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এ ব্রিটিশ নাগরিক।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রমেশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে তার বেঁচে ফেরার বর্ণনা দেন।  

তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না কীভাবে আমি বেঁচে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমি মরতে চলেছি। আমি কোনো মতে চোখ খুলি। সিট বেল্ট খুলে উড়োজাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করি। ”

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার পাঁচ মিনিটের মাথায় উড়োজাহাজটি বি.জে. মেডিকেল কলেজের একটি হোস্টেলের ওপর ভেঙে পড়ে। প্লেনটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৪১ জনই মারা যান। সৌভাগ্যক্রমে বেঁচে যান রমেশ। এছাড়া যে হোস্টেলের ওপর প্লেনটি আছড়ে পড়েছিল সেখানকার ৫ শিক্ষার্থীও নিহত হন। আহত হয়েছে ৫০ জনের বেশি।  

রমেশ জানান, উড়োজাহাজের যে অংশে তার সিট ছিল, সেটি মেডিকেল হোস্টেল ভবনে আঘাত করেনি। উড়োজাহাজের ওই অংশ মাটির কাছাকাছি ছিল।

‘আমার দরজাটি ভেঙে পড়েছিল। একটি ছোট জায়গা দেখতে পাই। সেখান দিয়েই আমি উড়োজাহাজ থেকে নেমে আসার চেষ্টা করি। ’

রমেশ জানান, চোখের সামনেই ফ্লাইটের ক্রু ও সহযাত্রীদের মরতে দেখেছেন তিনি।

বৃহস্পতিবারই বিধ্বস্ত উড়োজাহাজ থেকে তার বেরিয়ে আসার পর তার হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে। দ্রুত অনলাইনে ছড়িয়ে যায় সেটি।

দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজের একমাত্র জীবিত যাত্রী রমেশ জানান, তার বাঁ হাত পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, রমেশের অবস্থা খুব গুরুতর নয় এবং আগামী কয়েক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।